বিনার মাঠ দিবস পালন
শামীম আলম, (জামালপুর) :
বিনা উপকেন্দ্র জামালপুর এর উদ্যােগে উপজেলা কৃষি অফিস,ধনবাড়ি এর সহযোগিতায় উচ্চফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনাধান-১৬ এর মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খান জাহান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিনার সুযোগ্য মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দ,বিজ্ঞানী, কর্মকর্তা উপস্থিত ছিলেন। নমুনা শস্য কর্তনে দেখা যায় ১০১ দিন জীবনকালের বিনাধান-১৬ বিঘায় ১৮ মণ ফলন হয়েছে। অল্পদিনে আশানুরুপ ফলন পেয়ে কৃষক অনেক খুশি।
মাঠ দিবস শেষে উপস্থিত ১০০ জন কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বিনাসরিষা-৯ এর ১০০ কেজি বীজ বিতরণ করা হয়।