হাসপাতালে যুবকের লাশ ফেলে পালালেন উদ্ধারকারীরা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর আধুনিক সদর হাসপাতালে যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন উদ্ধারকারীরা। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ অক্টোবর) ভোর পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওই যুবকের নাম জনি (২৩)। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে।
থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে জনিকে শহরের সৈয়দ মোড় এলাকা থেকে চার যুবক নাটোর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
তবে পুলিশ ধারণা করছে, ট্রাকের ওপর থেকে গাছের ডালের আঘাত লেগে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারে। মরদেহ ময়নাতদন্তের পরে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে বলে জানান পুলিশ।