বরগুনায় ১০ টি ইয়ানমার কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
এম.এস রিয়াদ, (বরগুনা) :
দ্রুত ধান কাটা, মাড়াই, ঝাড়াই সমন্বিত ব্যবস্থাপনার আধুনিক যন্ত্র জাপানের ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরকারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে ৭০ ভাগ ভর্তুকিতে ১০ জন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও কৃষকদের হাতে মেশিনের চাবি তুলে দেন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
সদর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল ফরাজী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন- চলতি ২০২১-২০২২ মৌসুমে "সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ" প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ( একই সাথে ধান কর্তন , মাড়াই , ঝাড়াই ) যন্ত্র বিতরণ, কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক " সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ” প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হচ্ছে।
বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ৫০ শতাংশ ও উপকূলীয় এবং হাওর অঞ্চলে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে বিতরণ করা হচ্ছে। কম্বাইন হারভেস্টার দিয়ে প্রতি ঘন্টায় ৬০ শতাংশ হারে প্রতিদিন ৫-৮ একর জমির ধান, একই সাথে কর্তন মাড়াই-ঝাড়াই করা যাবে। এতে একর প্রতি খরচ ১৫ শ' থেকে ২ হাজার টাকা খরচ হবে। কিন্তু কৃষি শ্রমিক দিয়ে সমপরিমাণ জমির ধান কাটতে খরচ ৬ হাজার থেকে ১০ হাজার টাকা এবং সময় লাগবে ২-৩ দিন । তাই শ্রমিকের ঘাটতি পূরণ ও সময় সাশ্রয়ের জন্য কৃষি যান্ত্রিকীকরণ এখন সময়ের উপযোগী।
বরগুনা সদর উপজেলায় চলতি আমন মৌসুমে ১০ টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণের বরাদ্দ পাওয়া গেছে । উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রেরিত তালিকা হতে প্রথম ১০ জনকে যন্ত্র বিতরণের অনুমোদন প্রকল্প কার্যালয় হতে প্রদান করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ওই ১০ টি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ সম্পন্ন হলে পরবর্তী অপেক্ষমান তালিকা হতে নতুন করে চাহিদা অনুযায়ী যন্ত্র বিতরণের বরাদ্দ ও নির্দেশনা প্রদান করা হবে মর্মে প্রকল্প পরিচালকের কার্যালয় হতে জানা গেছে।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।