South east bank ad

৩ শতাধিক পাখি অবমুক্ত করলেন ইউএনও

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলনবিল অধ্যুষিত উপজেলার খুবজীপুর, বিলশা, হরদোমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলসহ প্রায় ১০টি মাঠে পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও।

অভিযানে পাখি শিকারে ব্যবহৃত ১৫টি ফাঁদ ধ্বংস করা হয়। এ সময় বস্তাবন্দি অবস্থায় দুই শতাধিক ও শতাধিক খাঁচায় বন্দন্দি অবস্থায় বক উদ্ধার করা হয়। পরে মাঠের মধ্যে পরিবেশ কর্মীদের সঙ্গে নিয়ে বকগুলো অবমুক্ত করেন ইউএনও। তবে ইউএনও’র উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন মাঠ থেকে তিন শতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছে। তাছাড়া উপজেলা ব্যাপী পাখি শিকার বন্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: