লালপুরে ইউপি নির্বাচনে আ'লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কলসনগর বাজারে বিক্ষোভ মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এলাকার সর্বস্তরের নারী পুরুষ।
এসময় বিক্ষুব্ধরা অভিযোগ করেন এলজিএসপি সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির নানা অভিযোগ থাকার পরও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলুকে পুনরায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এতে করে এলাকার সর্বস্তরের মানুষ হতাশ হয়েছে বলে দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহম্মদ মজনু, ছাত্রলীগ নেতা সোহান খান ও মিজানুর রহমান।এসময় তারা দলের যে কোন ভাল নেতাকে মনোনয়ন দেয়ার দাবি জানান।