দুর্গাপুরে শেখ রাসেল দিবস পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল মাহমুদা শারমিন নেলী, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ সোহরাব হোসেন তালুকদা’র বক্তব্য শেষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অপন করেন উপজেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংঘঠন গুলো এতে অংশগ্রহন করে। পরে শিশু শিক্ষার্থীদের মাঝে তালগাছের চারা,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।
অপরদিকে সকাল ১০ ঘটিকায় দুর্গাপুর পৌরসভার আয়োজনে অনুরুপ কর্মসূচী পালন করা হয়।
এতে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অপন শেষে আলোচনা করেণ মেয়র মোঃ আলা উদ্দিন আলাল,পেনেল মেয়র মশিউজ্জামান বাদলসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। শেষে তার আত্মার শান্তি কামণায় দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সকাল ১১ ঘটিকায় বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী অনুরুপ কর্মসূচী পালন করে।