শিরোনাম

South east bank ad

শুভ্র’র হত্যাকারীদের ফাঁসি থেকে কেউ রক্ষা করতে পারবে না- নাদেল

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। এই হত্যা মামলার আসামিদের ফাঁসি থেকে কেউ রক্ষা করতে পারবে না।’ রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে স্থানীয় ধান মহালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ্র’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথাগুলো বলেছেন।

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, সদস্য মি. রেমন্ড আরেং, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটল, শরীফ হাসান অণু, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আবদুর রফিক, সদস্য নিলুফার আনজুম পপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, গৌরীপুর উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বলু হাজী, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালিব বিএসসি, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ মিলন, পরিবারের পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, নিহত মাসুদূর রহমান শুভ্র'র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী প্রমুখ।

স্মরণসভা যৌথভাবে সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ।

এ স্মরণসভায় বক্তারা শুভ্র হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার জন্য জোর দাবী জানান।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য রওশন আরা নজরুল, জেলা আওয়ামীলীগের সদস্য নাজনীন আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধূ ভুষণ দাস, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজীর আহমেদ রাজীব, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া শুভ্র’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিতে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত দলীয় নেতা-কর্মীরা দল বেঁধে শহরে জমায়েত হতে শুরু করে। বিকেলে স্মরণসভাস্থল হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এসময় গৌরীপুর পৌর শহরে যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবি'র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ১০ টার দিকে গৌরীপুর মধ্যবাজার পানমহাল এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে আরও ৫ জনকে যুক্ত করে ১৯ জনের নামে ৫ মে আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন।

এ মামলায় আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তার ছোট ভাই মাসুদ পারভেজ কার্জন (২৭), পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবং তাঁর ছোট দুই ভাই যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১) ও সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), ছাত্রদল নেতা সাকিব আহমেদ রেজা (২৮), স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হক (৩০), চৌকিদার খাইরুল ইসলাম (৩০), ছাত্রদলকর্মী রিফাত (২৫), ট্রাকচালক মো. আবু হানিফা (৩০), জাহাঙ্গীর আলম (২৮), মজিবুর রহমান (৩০), শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩), রাসেল মিয়া (৩২), কামাল মিয়া (৩৫), মো. মাইনউদ্দিন (২০), শরীফুল ইসলাম নাঈম (২২), রহুল আমীন (২৮) ও শাহজাহান মিয়া (২৫)।

এ হত্যা মামলার আসামিদের মধ্যে একজন পলাতক ও তিনজন কারাগারে আছেন। বাকী সকল আসামী আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: