শিরোনাম

South east bank ad

নিজ ঘর থেকে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে আব্দুর রাজ্জাক নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর স্ত্রী সালমা বেগমকে।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মোমিনপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ পারিবারিক কলহের কারণে স্ত্রী সালমা প্রায়ই নির্যাতন করতো তাঁর স্বামীকে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উপজেলার মোমিনপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গত শুক্রবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। এরপর গ্রামবাসীর কাছে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সালমাকে আটক করে। ময়না তদন্তের পর বিস্তারিত জানান যাবে বলে জানান ওসি।

তবে নিহতের পিতা হামেদ আলীর অভিযোগ স্বামীর সাথে সংসার করতে চাইতো না সালমা। এ কারণে নানা সময় স্বামী আব্দুর রাজ্জাককে মারপিট করতো। স্বামীর সাথে এক ঘরে থাকতোনা। পরকীয়ার অভিযোগ এনে হামেদ আলী জানান, তার ছেলে আব্দুর রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: