শিরোনাম

South east bank ad

দুই বছরেও চালু হয়নি কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা)

সৌন্দর্যে মুখরিত বরগুনা কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল। পৌরসভার গন্ডির মধ্যে টার্মিনালটি না হলেও জায়গা পেয়েছে পাশের একটি ইউনিয়নের মধ্যে। তবে বাস টার্মিনালটি প্রধান মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতে পাবে নিরিবিলি পরিবেশ।

বরগুনা কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল পূর্ব দিকে মুখ করে নীরবতা পালন করছে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার দীর্ঘ দুই বছর পরেও। মধ্যে প্রবেশ ও প্রস্থানের জন্য রয়েছে আলাদা আলাদা পথ।

প্রবেশের পরেই দেখা যাবে চারদিকে সুন্দর ফুটপাত। যাকে ঘিরে রয়েছে নানা ধরনের রুপবত্তা গাছের সমারোহে।

সুবিশাল এই টার্মিনালটির ঠিক মাঝখানে রয়েছে টিকিট কাউন্টার। উত্তর ও পশ্চিম কোণে রয়েছে গাড়ির গ্রেজিং ও মেকানিক্যাল সিস্টেম। সেই সাথে বাস স্টাফদের থাকার সুব্যবস্থা।

এ বাস টার্মিনালটি বর্তমানে বিনোদনের এক অবয়ব হিসেবেই পরিচিত হয়ে উঠেছে। পড়ন্ত বিকেলে ছোট-বড় সকলের মেলা বসে টার্মিনালটি জুড়ে।

এ বাস টার্মিনালকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রবেশ দ্বারে নানা ধরনের দোকান। বিকেলের দিকে বসে ফুচকা ও চটপটির দোকানো। তবে দুই বছরেও বসেনি বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রির জন্য কাউন্টার ম্যান।

বরগুনা কেন্দ্রীয় পৌরসভা বাস টার্মিনাল কবে নাগাদ উদ্বোধন ও চালু হতে পারে সে ব্যাপারে বরগুনা পৌর মেয়র এডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ বলেন- আমি এ বাস স্ট্যান্ড নির্মাণের ঠিকাদারকে নিয়ে পৌর বাস টার্মিনালটি পরিদর্শন করেছি।

কিছু ত্রুটি থাকায় রিপেয়ারের জন্য কাজ চলমান রয়েছে। আশা করছি চলতি মাসের মধ্যেই বাস টার্মিনাল বরগুনা পৌরসভাকে হস্তান্তর করবে। নির্ধারিত একটি তারিখে আশা করছি অতি শীঘ্রই বরগুনা কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালটি উদ্বোধন করতে পারব।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: