হিন্দু সম্প্রদায়ের সাথে এমপি ফজলুল হক চানের শুভেচ্ছা বিনিময়
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীবরদী পৌর শহরে অনুষ্ঠিত পূজামণ্ডপ গুলো পরিদর্শনে এসে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলার প্রত্যেক পূজামণ্ডপে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে অনুদান তুলে দেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের হাতে।
এসময় তার সাথে ছিলেন শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি সালাউদ্দিন সালেম, শ্রীবরদী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুশান্ত কুমার সোম মনা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রমুখ।