রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ২৪ জন ও জেলা পুলিশ ২৯ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার (০৯ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। শনিবার বিকালে পুলিশের দুই ইউনিটের (মহানগর ও জেলা) আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া বেশ কয়েকজনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।