রেজিস্ট্রেশন বিহীন চার চিকিৎসককে অর্থদণ্ড
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ভিলেজ ডাক্তার রুরাল মেডিক্যাল প্রাকটিশনারদের জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেডিকেল চেম্বারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সাথে বরগুনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ভূপেন চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।
মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এমবিবিএস চিকিৎসক ছাড়া অন্য কোন ডিপ্লোমাধারী চিকিৎসক প্র্যাকটিস করতে পারবেন না। তবে ডিপ্লোমাধারী চিকিৎসকরা একজন এমবিবিএস এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দিতে পারবেন।
চিকিৎসা সেবা ও ডাক্তার লিখতে মেডিকেল এসিস্ট্যান্ট ও বিডিআর এমপি ডিগ্রিধারী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। তবে এখন পর্যন্ত মহামান্য আদালত এ রিটের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রাম ডাক্তার মোহাম্মদ শামসুল হককে ১০ হাজার, মোঃ জহিরুল ইসলাম সৌরভকে ১০ হাজার, দিলীপকে ১০ হাজার ও অর্নি ডেন্টাল কেয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের হাকিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন- এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্য কোন ডিগ্রিধারী গান নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে পারবে না সেই সাথে সরাসরি চিকিৎসা দিতে ও আইনগত বৈধতা নেই।
এ চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৬,৫৮,৫৮ ধারায় অর্থদণ্ড করা হয়েছে। সেইসাথে অপচিকিৎসার নামে মানুষের ক্ষতি হয় এমন কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম।