নাটোরে নদীতে মাছের পোনা অবমুক্ত
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মাছের সমৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা নিশ্চিত করতে নাটোরের সিংড়ার আত্রাই নদী ও বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম।
মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মৎস্য ব্যবসায়ী সাবান আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, রাজস্ব খাতের আওতায় নাটোরের সিংড়া উপজেলায় মোট ৭১৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হলো।