বাগেরহাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটে ১৫ দিন ধরে মো. শহিদুল ইসলাম শিপন (১১) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে গত ২২ সেপ্টেম্বর সকালে বাড়ী থেকে হাকিমপুর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। দীর্ঘ ১৫ দিনে ছেলেটির খোজ মেলে নি। নিখোঁজ মাদ্রাসা ছাত্র শিপন বাগেরহাট সদর উপজেলার রণজিৎ আদর্শ গ্রামের মো. মিজানুর রহমানের ছোট ছেলে।
সম্প্রতি তার মা মারাগেছেসে আদ্যাবদি মাদ্রাসায় পৌঁছাইনি। ৩ ভাই-বোনের মধ্যে শিপন সবার ছোট। দীর্ঘ ১৫ দিন ধরে শিপনের পিতা আত্মীয়-স্বজনের বাড়ীতে খুঁজেও কোন সন্ধান পাননি। এবিষয়ে তিনি বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ছেলেটির সন্ধান পেলে তার পিতা ০১৭৩৪৫১৮৩৭৭ ও ভাই রিপন ০১৯৪৯২২৯০৫৫ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে নিখোঁজের পরিবার।