বহুমুখি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে কাজ করছে সরকার : আখতারুজ্জামান বাবু এমপি
বাগেরহাট প্রতিনিধি
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো: আখতারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার বহুমুখি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়ন অগ্রগতির অপ্রতিরোধ বাংলাদেশের সকল প্রান্তেই সরকার সুষম উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এসব কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় আরো গতিশীল হচ্ছে।
সোমবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে পরিবার পরিকল্পনা সেবার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ‘বেস্ট প্রাকটিস শেয়ারিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এ্যাভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা মেরী স্টোপনের সহযোগীতায় সুশীলনের আয়োজনে সেমিনারের উদ্বোধন করেন, খুলনা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুশীলনের প্রধান নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, মেরী স্টোপস বাংলাদেশের মনজুর নাহার, টীম এস্যোসিয়েটের সিইও পুলক রাহা, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সেমিনারে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার পরিবার পরিকল্পনা সম্পর্কিত ওয়ার্কিং কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।