ক্রেতাদের ভীড়ে আজ ইলিশের শেষ বাজার
এম, এস রিয়াদ, (বরগুনা) :
আজ বিকেল থেকে ইলিশবাহী ট্রলারের শেষ বহর ঘাটে ফিরেছে। তাই সন্ধ্যা থেকেই বরগুনায় ইলিশের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে। রাত যতো গভীর হচ্ছে, ইলিশের ক্রেতা ততোই বাড়ছে।
আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশ আহরণ, বিপণন, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ সময় সাগর থেকে উঠে আসা মা ইলিশ নদীর মিষ্টি পানিতে ডিম ছাড়বে। তাই ইলিশের পাশাপাশি সব ধরণের মাছ শিকার বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে বরফ কল।
তাই অবরোধকে কেন্দ্র করে বরগুনার মাছ বাজারে চলছে ইলিশ বিক্রির ধুম। ইলিশের আড়ালে ঢেকে আছে অন্য সব ধরনের মাছ। এতে ক্রেতারাও ব্যাপক সাড়া দিয়ে ক্রয় করছেন সাগর ও নদীর রূপালী ইলিশ।
রাত বারোটার পর থেকে ইলিশ আহরণ বন্ধ থাকায় বর্তমানে ঝাটকা ইলিশ ৩ শ' টাকা, ১ কেজি ওজনের ১৩-১৬ শ' টাকা, ৬-৭ শ'গ্রাম ৮শ' টাকা দরে বিক্রি হচ্ছে।
বরগুনা পৌরসভা ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ রফিক সওদাগর বলেন- বাংলাদেশের পাশাপাশি একই সাথে ভারতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করতে পারলে ইলিশের প্রজনন বৃদ্ধি পেতো।