শিরোনাম

South east bank ad

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এম মোশারফ হোসেনের ইন্তেকাল

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এম মোশারফ হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (০৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক দীর্ঘদিন যাবত বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পঠন-পাঠনে অধ্যাপক মোশারফ হোসেনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাপক মোশারফ হোসেন ১৯৩৯ সালে নওগাঁ শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০০৪ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। তাঁর বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। অধ্যাপনা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ সদস্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রবিবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: