বরগুনায় জামিনে বেরিয়ে আবারো স্কুলছাত্রীকে ধর্ষণ
এম.এস রিয়াদ, (বরগুনা) :
স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া গোলাম রাব্বি জামিনে বেরিয়ে আবারো এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত গোলাম রাব্বির নামে বরগুনা সদর থানায় মামলা হয়েছে। রাব্বি বরগুনা এলজিইডি অফিসের কর্মকর্তা কামরুল ইসলাম ও বরগুনা পৌরসভার কর্মকর্তা ইয়াসমিন সুলতানা দম্পতির ছেলে।
জানা গেছে- গত ৫ আগস্ট ভাড়া বাসা থেকে স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত রাব্বি। ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীর বান্ধবীকে আটকে রেখে নিজের কু-প্রবৃত্তি মেটায় লম্পট রাব্বি।
পরে রাব্বির স্ত্রী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা বরগুনা সদর থানায় ধর্ষক রাব্বির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর কয়েকদিন পর জামিনে বেরিয়ে গত রোববার আবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে গোলাম রাব্বি। ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে বরগুনা সদর থানায় রাব্বির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
প্রসঙ্গত রাব্বি দৈনিক একটি জাতীয় পত্রিকার আইডি কার্ড ঢাল হিসেবে ব্যবহার করে ইতোপূর্বে নানা ধরনের অপকর্ম করে বেরিয়েছে। নিজের পরিবারের শাসনের বাইরে থেকে রাব্বি দীর্ঘ বছর যাবত মাদক ও নারী সংঘটিত কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে। মাদক ও নারী কেলেঙ্কারির মামলায় বহুবার জেল খেটেছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম, তারিকুল ইসলাম জানান- ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
তিনি জানান- এর আগেও ধর্ষণের অভিযোগে রাব্বিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। রাব্বি মাদক মামলায় একাধিকবার জেল খেটেছে। পলাতক গোলাম রাব্বিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।