কর্ণফুলীতে বিষপানে গার্মেন্টস কর্মীর মৃত্যু
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পরিবারের সাথে অভিমানে বিষপান করে মোরশেদ (২৮) নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
গতকাল (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বড়উঠান পূর্বপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়,নিহত মোরশেদ বড়উঠান পূর্বপাড়া গ্রামের স্থানীয় মোহাম্মদ আমিন এর ছেলে। সে আনোয়ারা উপজেলার বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান কোরিয়ান ইপিজেডের কেএসআই ০৮ নং সেকশনে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়,পরিবারের সাথে অভিমান করে বিষপান করে সে।পরে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার এমন মৃত্যুতে সহকর্মী ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এবং এই বিষয়ে একটি তদন্ত মামলা দায়ের করা হয়েছে।