শিরোনাম

South east bank ad

বাগেরহাটে পর্যবেক্ষন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের মনিটরিং ও ইভ্যুলিয়েশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বাগেরহাট চিংড়ি গবেষনা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু ছাইদ।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রি, চিংড়ি গবেষনা কেন্দ্রের উর্দ্ধোতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এ এস এম তানবিরুল হক, বাগেরহাট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজুল হক, বাগেরহাট চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মুহিতুল ইসলাম সুমন, বাগেরহাট মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আবেদ আলী প্রমুখ।

কর্মশালায় বাগেরহাট জেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, মৎস্য চাষী, সংবাদকর্মী, মৎস্য ব্যবসায়ীসহ অর্ধশতাধিক স্টেকহোল্ডাররা অংশগ্রহন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: