শিরোনাম

South east bank ad

জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

“তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার” এই প্রতিপাদ্য নিয়ে ২৮ সেপ্টেম্বর জামালপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর-এর যৌথ আয়োজনে দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান।

প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সকল সরকারি দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা প্রদান করে চিঠি দেয়া হয়েছে। জেলা প্রশাসন তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে যা খুব দ্রুতই কার্যকর করা হবে। এসময় তিনি তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা অনুযায়ী সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান জানান। তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন বিষয়ে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার জন্য ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়েও তথ্য অধিকার দিবস উদ্যাপনের উদ্যোগ নেয়া হবে।

সনাক সভাপতি অজয় কুমার পাল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের তথ্য অধিকার আইন অনেক শক্তিশালী হলেও বাস্তবায়ন পর্যায়ে এর বেশকিছু সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়েছে। তথ্যের চাহিদা সৃষ্টিতে উপযুক্ত পরিবেশ ও প্রতিবেশের অভাব এবং তথ্য গোপন রাখার সংস্কৃতির কারণে আইনটি সম্পর্কে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের অনেকের কাছেই আইনটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরা সম্ভব হয়নি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাস) মোহাম্মদ মোকলেছুর রহমানর বলেন, সকল দপ্তরের তথ্য ওয়েব পোর্টালে যথাযথভাবে থাকলে জনগনকের তথ্য চেয়ে আবেদন করার প্রয়োজন হবে না।

এর আগে সহকারি কমিশনার মো: মাহবুবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জামালপুর জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক শেখ মো: শহীদুল ইসলাম এবং দিবস উপলক্ষ্যে ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি এরিয়া কো-অডিনেটর মো: আরিফ হোসেন। ওয়েব পোর্টাল পর্যবেক্ষণে নয়টি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়। (১) ওয়েব পোর্টালগুলোর শতভাগ হালনাগাদ তথ্য নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি ইস্যু করে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদের সময়-সীমা নির্ধারণ করে দেয়া; (২) পরিবর্তনযোগ্য তথ্যগুলো নিয়মিত হালনাগাদ রাখতে মাসে একাধিকবার ওয়েব পোর্টাল ভিজিট করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা; (৩) তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’ এর নাম, পদবি, ফোন ও ই-মেইল ওয়েব পোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার জন্য নির্দেশনা প্রদান করা; (৪) ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’র ব্যাক্তিগত ইমেইলের পরিবর্তে প্রাতিষ্ঠানিক ইমেইল এড্রেস (যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট) ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করা; (৫) প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ তথ্যসমূহ (যেমন: শিক্ষা অফিসের ওয়েব পোর্টালে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের নাম, ফোন, ই-মেইল সম্বলিত তালিকা) ওয়েব পোর্টালে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করা; (৬) আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সকল তথ্য বিস্তারিতভাবে হালনাগাদ রাখা (যেমন: প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নাম ও পদবীর সাথে তাদের মোবাইল নম্বর ও ই-মেইল যুক্ত করা); (৭) প্রতিষ্ঠানে যোগাযোগের তথ্য প্রদানের ক্ষেত্রে ফোন/মোবাইল নাম্বার ও ইমেইলের পাশাপাশি গুগল ম্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থান সুনির্দিষ্ট করা; (৮) যেসকল প্রতিষ্ঠানের জাতীয় তথ্য বাতায়নের পোর্টাল ছাড়া স্বতন্ত্র ওয়েব সাইট রয়েছে তাদেরকে উক্ত স্বতন্ত্র ওয়েব সাইটটির লিঙ্ক জাতীয় তথ্য বাতায়নে বিদ্যমান নিজস্ব পোর্টালের হোম পেজে যুক্ত করা। যেমন: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জেলা রেজিস্টারের কার্যালয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ইত্যাদি; এবং (৯) ওয়েব পোর্টালকে জনগণের জন্য কার্যকর করতে জনসম্প্রচার বৃদ্ধি করা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও জামালপুর সনাক এর সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: