শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :

পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২১- ২২ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারীর আয়োজনে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন , উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ গণমাধ্যমকর্মীগণ।

কৃষি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ১৫০ জন কৃষকের মাঝে পিঁয়াজ বীজ ও বালাই নাশক , ৮০জন কৃষকের মাঝে মাষকালাই এবং ১৫জন কৃষকের মাঝে নাবী পাটবীজ বিতরণ করা হয়। এতে পিঁয়াজ চাষীদের প্রত্যেককে এক কেজি পিঁয়াজ বীজ, ২ কেজি ডিএপি সার,২০কেজি এমওপি সার, মাষকালাই চাষীদের প্রত্যেককে কেজি করে মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও কেজি এমওপি সার এবং নাবী পাটবীজ চাষীদের প্রত্যেককে ১ কেজি করে ডিএপি সার, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়া সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে পলিথিন , সুতলী সহ আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: