শিরোনাম

South east bank ad

তালতলীর নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র চোরাচালানীদের দখলে

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় নির্মাণাধীন ৩৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র একদল শক্তিশালী চোরাচালান সিন্ডিকেটের দখলে।

স্থানীয় ও গোপন সূত্রে জানাগেছে- নাইট গার্ড ও সিকিউরিটি গার্ডদের ম্যানেজ করে বিভিন্ন লোহার যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ মালামাল চুরিকরে বিক্রি করছে একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট।

অন্যদিকে একের পর এক চোরাই মাল আটক করা হলেও থামানো যাচ্ছে না চোরাকারবারীদের চুরি। তাপবিদ্যুৎ কেন্দ্রটি পায়রা নদীর পাড়ে হওয়ায় নদীকেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাই সিন্ডিকেট।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল রাতের আঁধারে চুরিকরে ইমরানের টিনের ঘড়ের মধ্যে মজুত রেখে বিক্রির চেষ্টা করছিল সিন্ডিকেটের সদস্য হুমায়ুন খন্দকার, নাসির মু্ন্সি সহ একটি চোরাচালান কারবারি দল।

চোরাচালান কারবারিদের খবর পেয়ে তালতলী থানা পুলিশ গিয়ে ইমরানের ঘর থেকে প্রায় ৩ টন চোরাই মাল জব্দ করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করার সময় ওই চোরাই মালের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক প্রতিদিনের সংবাদ ও দেশসেবা পত্রিকার তালতলী প্রতিনিধি সাংবাদিক মল্লিক মো.জামাল।

চোরাই মাল জব্দের বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান মিয়া বলেন- চোরাই মালের খবর পেয়ে তালতলী থানা পুলিশের একটি টিম গিয়ে চোরাই মাল জব্দকরে থানায় নিয়ে আসে। এ বিষয় মামলা হয়েছে এবং চোরাকারবারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: