তজুমদ্দিনে তরুনদের বৃক্ষরোপণ কর্মসূচী
এম, নুরুন্নবী, (তজুমদ্দিন) :
‘তরুণ প্রজন্মকে বনায়ন ও বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে। একটি গাছ কাটলে অন্তত তিনটি গাছ লাগাতে উৎসাহিত করতে হবে সবাইকে। শিক্ষার্থীরা গাছ ভালবেসে বড় হবে। স্কুলগুলো বৃক্ষ ও ফুলে ভরিয়ে দিতে হবে।’
‘গাছ লাগিয়ে গড়বো দেশ, সুন্দর হবে পরিবেশ’ এই স্লোগনাকে সামনে রেখে ভোলায় বৃক্ষরোপণে নেমেছেন তরুণরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোলার তজুমদ্দিনে চাঁদপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণের মধ্য দিয়ে তারা কর্মসূচি শুরু করেন।
সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর ব্যানারে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেস ক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরনবী, ইয়ুথ পাওয়ার এর সদস্য মো: জিহাদ, ফারহান উর-রহমানসহ অনেকে।
আয়োজকরা জানান, সবুজ বনায়নের মাধ্যমে সুরক্ষিত সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।
প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন বলেন, ‘সবুজ প্রকৃতি আমাদের জীবন সুরক্ষায় অবদান রাখে। ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের শিকার। বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। এতে বিপদ এগিয়ে আসছে।
‘তরুণ প্রজন্মকে বনায়ন ও বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে। একটি গাছ কাটলে অন্তত তিনটি গাছ লাগাতে উৎসাহিত করতে হবে সবাইকে। শিক্ষার্থীরা গাছ ভালবেসে বড় হবে। স্কুলগুলো বৃক্ষ ও ফুলে ভরিয়ে দিতে হবে।’