ত্রিশালে নতুন ইউএনও আক্তারুজ্জামানের যোগদান
এইচ এম জোবায়ের হোসাইন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন আক্তারুজ্জামান।
গত ১৬ই সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশের প্রেক্ষিতে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি র্যাব ১ এর র্নিবাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ক্যাসিনোকান্ড, পাপিয়া দম্পত্তি গ্রেফতার সহ বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন।
আক্তারুজ্জান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ২০১৪ সালে বিসিএস ৩৩তম ব্যাচে যোগদান করার পর রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালীতে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে সবশেষ র্যাব-১ দায়িত্ব পালন।
তিনি গাজীপুর জেলার জন্মগ্রহন করেন ও ব্যাক্তিগত জীবনে এক সন্তানের জনক।
এর আগে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী মোস্তাফিজুর রহমানকে শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।