নাটোরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের সিংড়ায় সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক ছাত্রী।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলসন গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার পিপুলসন গ্রামের কৃষক সাজদুল ইসলামের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে সাদিয়া খাতুন (১৩) এর বিয়ের জন্য বর পক্ষের লোকজন দেখতে আসে।
বিষয়টি মুঠোফোনে খবর পেয়ে রাতেই সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কনে দেখা বন্ধ করেন। পরে ছাত্রীর বাবা-মা এর কাছ থেকে মুচলেকা নেয়া হয়।