শিরোনাম

South east bank ad

সালথায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

বে‌শি বে‌শি মাছ চাষ ক‌রি, বেকারত্ব দুর ক‌রি এই প্রতিপাদ্য বিষয় কে সাম‌নে রে‌খে ২০২১-২০২২ অর্থ বছ‌রে দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলা মৎস্য দপ্ত‌রের বাস্তবায়‌নে বুধবার ( ২২ সে‌প্টেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের চু‌লের বি‌লে, বা‌হিরদিয়া মাদ্রাসার পুকু‌রসহ উপজেলার ৬‌টি জলাশ‌য়ে এই মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হয়। উপ‌জেলা মৎস্য অ‌ফিসার রা‌জিব রায় এর সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার ফজ‌লে রা‌ব্বি নোমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার এখ‌তিয়ার লিটন, রামকান্তপুর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আশরাফ আ‌লি লিটু, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হা‌বিবুর রহমান লাবলু, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল প্রমূখ। উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় বলেন, ২০২১-২০২২ অর্থ বছ‌রের আওতায় দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় উপ‌জেলার ৬টি স্থানে মোট ২৮৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: