আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম,চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক বক্সের ইনচার্জ হাবিব হাসান উপস্থিত ছিলেন।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয় এবং ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে ৮ জনকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চালানো হলেও। অভিযান চালিয়ে যাওয়ার পর থেকে আবারও ফুটপাত দখল হয়ে যায়।
অভিযানের বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া উচ্ছেদকৃত জায়গায় কেউ পুনরায় স্থাপনা গড়ে তুললে চাইলে প্রাশসনকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের অনুরোধ জানান।