ইউসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শওকত জামিল ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ফোরকান হোসেন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) নুরুন নাহার, ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।