শিরোনাম

South east bank ad

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না আলি হোসেন

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

অভাবি সংসার। ছেলে সন্তান থাকলেও তারা রিক্সা চালিয়ে ও দিনমজুরী করে নিজেদের সংসার নিয়েই দিন চলেনা। প্রায় সারে তিন বছর আগে ষ্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় শরীরের বামপাশ। লাঠি ভর করে ডান পাশ দিয়ে অবস পা খানা টেনে টেনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চেয়ে এনে দুটি ট্যাবলেট কিনতেন এবং বৃদ্ধ স্ত্রী ও নিজের জন্য দু’মুঠো খাবার যোগার করতেন পচাত্তরোর্ধ আলী হোসেন আকন। ভালো যে পা খানা দিয়ে কোন রকম হাটতেন গত একমাস আগে সেই পায়ের হাটু হঠাত ফুলে উঠে। প্রতিদিন সন্ধ্যা হলেই হাটু ব্যাথা বৃদ্ধি পেতে থাকে।

যন্ত্রনায় রাতে ঘুমতে পারছেন না ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আংগারিয়া গ্রামের দক্ষিণ-পশ্চিম কোনার আকন বাড়ির অভাবি আলি হোসেন আকন (৭৫)। এভাবেই আলি হোসেন বলেন তার জীবনের কষ্টের কথাগুলো।

তিনি আরো বলেন, তার চার ছেলে ও এক মেয়ে। লেখা পড়া করাতে পারেননি। ছেলেরা খুলনায় কেউ রিক্সা চালায় কেউবা বিক্রি করে ঝালমুড়ি। প্রত্যেকের সংসার রয়েছে। যাহা উপার্জন করে তা দিয়ে তাদের নিজেদের সংসার চালাতেই কষ্ট হচ্ছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। তার স্বামীও খুলনায় রিক্সা চালায়। তার পরেও বড় ও মেঝ ছেলে প্রতি মাসে এক হাজার করে দুই হাজার টাকা এবং অপর দুই ছেলে প্রতি মাসে পাঁচশত করে এক হাজার টাকা আলি হোসেনের কাছে পাঠায়। আলি হোসেনের হাটু ব্যাথার জন্য প্রতি মাসে ঔষধ কিনতে হচ্ছে প্রায় সারে তিন হাজার টাকার।

এছাড়া প্যারালাইজের ঔষধ কিনতে হবে আমরন পর্যন্ত। বরিশালের ডাক্তার অভি সরকার ও রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডাক্তার আবুল খুায়ের মাহমুদ রাসেল বলেছেন তার প্যারালইজ রোগ সম্পুর্ণভাবে ভালো হবেনা। এবার হাটু ব্যাথায় অর্থভাবে বড় ডাক্তারের কাছে না যেতে পেরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য উপসহকারী শিব শংকরের কাছে গেলে সে দুই মাসের ঔষধ লিখেন। ১০ দিনের ঔষধ সারে ১১শ’ টাকায় কিনে ৭ দিন খাওয়ার পরে কিছুটা ভালো মনে করেছেন। বাকি ঔষধ কিনতে আরো প্রায় সারে ৫ হাজার টাকা প্রয়োজন ও ভালো ডাক্তারও দেখানো প্রয়োজন। বর্তমানে তার হাটতে খুবই কষ্ট হচ্ছে। আলি হোসেনের ভিতরে কৃতজ্ঞতা বোধও রয়েছে। তিনি দোয়া করছেন ওইসকল মানুষদের, যারা তাকে বিভিন্ন সময় সামান্য হলেও বেঁচে থাকার জন্য সাহায্য করেছেন। তাই তিনি তার চিকিৎসা করানোর জন্য বিত্তোবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

এবিষয়ে স্বানীয় মেম্বর মোঃ আঃ শুকুর হাওলাদার বলেন, আলি হোসেন আকন খুবই আভাবি ও অসুস্থ্য। তার উন্নত চিকিতসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। আলি হোসেন আকনকে কেউ যদি সাহায্য করতে চান তাহলে তার বিকাশ নাম্বার ০১৯৫৭২৪৮০৮১ দেয়া হলো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: