শিরোনাম

South east bank ad

সংবাদিকদের সব সময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে : চৌধুরী রওশন ইসলাম

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি :

সাংবাদিকদের সব সময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আর সাংবাদিকতার ভাষায় নিরপেক্ষতার অর্থ হচ্ছে সত্যের পক্ষে থাকা। একজন সাংবাদিকের লেখনী সব সময় সত্যের পক্ষে থাকবে। কোন কিছুর বিনিময়ে তা মিথ্যার পক্ষে অবস্থান নিবে না। শুক্রবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবের সেমিনার কক্ষে দৈনিক তথ্য দর্পণের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) চৌধুরী রওশন ইসলাম একথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের প্রধান অস্ত্র হচ্ছে তার কলম। এটি খারাপ বা ভাল কাজে ব্যবহার হতে পারে। খারাপ কাজে ব্যবহার হলে সেটা সমাজ, রাস্ট্র সবার জন্য ক্ষতির কারণ হবে। একটি ভুল সংবাদের কারনে কেউ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এরজন্য সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে হত্যা মামলা হবে।

চৌধুরী রওশন বলেন, সাংবাদিকের নিজের ভিতরের শক্তি সম্পর্কে ইতিবাচক ধরনা রাখতে হবে। সাংবাদিকের শক্তি সম্পর্কে বুঝতে হবে। দৈনিক তথ্য দর্পণকে সমতল দর্পণ হওয়ার আহবান জানান তিনি।

দৈনিক তথ্য দর্পণের সম্পাদক মন্ডলীর সভাপতি শিল্পপতি মুজিবর রহমান শামীমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সদস্য সচিব এ্যাড. রেজাউল ইসলাম শামীম, দৈনিক তথ্য দর্পণের প্রধান সম্পাদক শফিউল হক মিঠু, নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, উপদেষ্টা সম্পাদক আফজাল হোসেন লাভলু, এ্যাড. ওহিদ হাসান বাবু প্রমুখ।

দৈনিক তথ্য দর্পণের প্রধান সম্পাদক শফিউল হক মিঠু সকল প্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সব ভালকে সাথে নিয়ে দৈনিক তথ্য দর্পণ এগিয়ে চলেছে। এই যাত্রা অব্যহত থাকবে।

প্রতিনিধি সম্মেলনে পিরোজপুর, বাগেরহাট, খুলনা জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে প্রতিনিধিদের সংবাদ লেখার কলাকৌশল হাতে কলমে শেখানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: