শিরোনাম

South east bank ad

ভেদরগঞ্জে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জমজমাট ব্যবসা। কিছু সংখ্যক সুবিধাভোগী প্রভাবশালীরা চালাছে বলে অভিযোগ রয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর আরশিনগর ইউনিয়নের পরিষদ বাজারের পুর্ব পাশে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ড্রেজার চালিয়ে ফসলাদি জমি থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল- নাসীফ খবর পেয়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান করে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি মেশিন ও ৭০টি পাইব জনসম্মুখে বিনষ্ট করেন।

এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আল-নাসীফ বলেন জমি সহ যেকোনো স্থান থেকে ড্রেজার দিয়ে মাটি বালু উত্তোলন করা দন্ডনিয় অপরাধ। এরকম ভাবে অবৈধভাবে বালু কিংবা মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: