জামালপুরে পানিতে ডুবে এক জনের মৃত্যু
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার মেলান্দহ উপজেলার নলেরচর এলাকায় ঝিনাই নদীতে ডুবে মজিবর রহমান (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মজিবর রহমান জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার জব্বার শেখের ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মজিবর রহমান নলের চর এলাকায় ঝিনাই নদী সাঁতার দিয়ে পাড় হওয়ার সময় নদীর মাঝামাঝি আসার পর নিখোঁজ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় তার মরাদেহ উদ্ধার করে।
এদিকে মজিবর রহমানের মৃত্যুতে তার পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে