শিরোনাম

South east bank ad

না ফেরার দেশে চলে গেলেন কবি রোকেয়া লিলি

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাটের প্রখ্যাত কৃষক নেতা,ভাষা সৈনিক ও শহীদ বুদ্ধিজীবী ছমির উদ্দিন মন্ডলের বোন কবি রোকেয়া লিলি দীর্ঘদিন সপরিবারে অস্ট্রেলিয়া বসবাস করছিলেন। 

করোনা মহামারী সংক্রমণ বৃদ্ধি হলে, তিনি অস্ট্রেলিয়া হতে  জয়পুরহাটের ধানমন্ডি তে নিজ বাড়িতে ফিরে আসেন। গত রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আধুনিক জেলা হাসপাতাল ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোকেয়া লিলি'র মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত তাঁর পরিবার।

প্রয়াত রোকেয়া লিলি'র মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, একুশে আবৃত্তি পরিষদ  জয়পুরহাট এর সভাপতি রাজা চৌধুরী,  নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক দিলীপ সেন, একেএম আব্দুল আজিজ সংগীত ভুবনের সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন,  জয়পুরহাট শর্টফ্লিম সোসাইটির সভাপতি লালন হোসেন,  ছোট কাগজ ফ্যাদলা"র সম্পাদক কবি এনামুল হক টপি,  ছড়াকার মুসতাফা আনসারি,  কবি যতন দেবনাথ,  কবি মানিক শিমুল,   কবি শামীম নাজির আহমেদ প্রমূখ। 


উল্লেখ্য রোকেয়া লিলি তাঁর জীবদ্দশায় দেশিবিদেশী অনেক পত্রিকা,  ম্যাগাজিনে অসংখ্য কবিতা লিখেছেন। সর্বশেষ তাঁর লেখা একটি কবিতা  জয়পুরহাট থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ "ফ্যাদলা" তে প্রকাশ পায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: