শিরোনাম

South east bank ad

নাটোরে দাফনের ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় মৃত্যুর ২ মাস পর কবর থেকে রুস্তম আলী রাকশেদ (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ তুলে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। বাবাকে বিষ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে মেয়ের দায়ের করা অভিযোগের কারণেই বিজ্ঞ আদালতের নির্দেশে কবর থেকে এই মরদেহ তোলা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নূরপুর মালঞ্চি (হাজীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার বাদী নিহত রুস্তম আলী রাকশেদের তৃতীয় মেয়ে চায়না বেগম বলেন, আমার বাবাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে এবং পরে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন মৃত রাকশেদ তার বড় ছেলে মজনুকে জমি রেজিষ্ট্রি করে দেয় এবং সেই দিনই দিবাগত রাত (আনুমানিক) ৩ টার দিকে মজনু, তার স্ত্রী শিমু ও তার শ্বাশুড়ি শানু বেগম মিলে বালিশ চাপা দিয়ে রুস্তকে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৯ আগস্ট নাটোর জেলা কোর্টে হত্যা মামলা হয়। তারই প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফরিদুজ্জামান স্বচ্ছ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আজিজুল হাকিম সহ অন্যান্য পুলিশ পরিদর্শক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: