টাঙ্গাইলে ট্রাকরে পছেনে ট্রাকরে ধাক্কা, নহিত ২
টাঙ্গাইল প্রতনিধি:
টাঙ্গাইলরে দলেদুয়ারে ট্রাকরে পছেনে আরকে ট্রাকরে ধাক্কায় চালক ও হলেপার নহিত হয়ছেনে। রোববার ভোর ৫ টার দকিে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সতেু মহাসড়করে ডুবাইল নামক স্থানে ঘটনাটি ঘটছে। জানা গেছে, টাঙ্গাইল গামী একটি ট্রাক (ঢাকা মট্রেো-ট-২৪-৫০৫৭) নাছরি গ্লাস কারখানার সামনে পৌঁছলে টনি র্ভতি আরকেটি ট্রাক (ঢাকা মট্রেো ট-২২-৯৭৩৪) পছেন থকেে সজোড়ে ধাক্কা দয়ে। এতে সামনরে ট্রাকটি সড়কে উল্টে যায়। পছেনরে ট্রাকটরি সামনরে অংশ ধুমরে মুছরে যায়। ঘটনাস্থলইে ড্রাইভার ও হলেপার মারা যান। পরে খবর পয়েে গোড়াই হাইওয়ে থানা পুলশি এসে তাদরে লাশ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজজিুল হক জানান, র্দুঘটনায় নহিত দুই জনরে লাশ উদ্ধার করে থানায় নয়িে আসা হয়েছে। আইনি প্রক্রয়িার পর লাশ পরবিাররে নকিট হস্তান্তর করা হবে। নহিত হলেপাররে নাম ঠকিানা জানা যায়নি। চালক দনিাজপুর জলোর চকরামপুর গ্রামরে মো. আকবর আলীর ছলেে মমতাজ আলী (৩৫)।