শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে নেসকোর অভিযোগ কেন্দ্র যখন স্টাফদের রেষ্ট হাউজ!

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নবনির্মিত দপ্তর ভবনের উদ্বোধনের ২১ বছর হলেও পিডিবির (বর্তমানে নেসকো) মূল ফটকের পাশে সেই অভিযোগ কেন্দ্র সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার পরিবর্তে গার্ড, হেলপার, আনসার ও লাইনম্যানদের রেষ্ট হাউজে পরিণত করা হয়েছে।
ঘটনাটি হলো উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের। অফিসটি অবস্থিত শহরের তেতুঁলিয়া রোডস্থ তেতুঁলিয়া বাসষ্টান্ড এলাকায়। নেসকোর অফিস স্টাফরা বলছেন, অভিযোগ কেন্দ্রের পরিবর্তে অফিসে অভিযোগ নেয়া হয়। আর জনবল সংকটের কারণে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত চালু হয়নি অভিযোগ কেন্দ্রটি। অবহেলা ও অযত্নে পড়ে থাকার কারণে অভিযোগ কেন্দ্রে কর্মীদের রেষ্টের ব্যবস্থা করা হয়েছে। আরো জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ অক্টোবর পঞ্চগড় বিদ্যুৎ সরবরাহের নবনির্মিত ভবন উদ্বোধন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক। এরপর পুরোপুরি ভাবে কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ কোম্পানি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ২০০৯ সালে বিদ্যুৎ বিতরণের জন্য রেগুলেটরি কমিশন থেকে লাইসেন্স পায়। ২০১৬ সালের ১ আগস্ট বিপিডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং ১ অক্টোবর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিদ্যুৎ বিতরণের কাজ শুরু করে। ২০১৭ সালের অক্টোবরে নাম পরিবর্তন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাখা হয়। পঞ্চগড় বিদ্যুৎ অফিসের উচ্চমান সহকারী (বড়বাবু) মইনুদ্দিন জানান, ১৪ বছর ধরে এই অফিসে কাজ করে আসছি। জনবল সংকট অভিযোগ কেন্দ্রটির মূল সমস্যা। তবে কেন্দ্রটি চালু না থাকলেও আমরা অফিসে সকল ধরনের অভিযোগ নিয়ে সেবা দিয়ে আসছি। পঞ্চগড় বিদ্যুৎ অফিস নেসকোর নির্বাহী প্রকৌশলী (অতি.) আতিফুর রহমান জানান, অভিযোগ কেন্দ্রের ওই রুম লাইন ম্যান, আনসাররা ব্যবহার করে। আমরা আমাদের কন্ট্রোল রুমে সব অভিযোগ নিয়ে থাকি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: