স্থায়ী কমিটির সভাপতি হলেন এডভোকেট মোসলেম উদ্দিন এমপি
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মোসলেম উদ্দিন।
শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০২১ বিকাল ৪:৩০ মিনিটে অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন শাখা-১ সংসদের বৈঠকের জন্য দিনের কার্যসূচি প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়) জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় ১নং আলোচ্যসূচির আলোকে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি’ র সভাপতি নির্বাচিত করা হয় মো: মোসলেম উদ্দিন এমপি কে।
আলহাজ মো: মোসলেম উদ্দিন এডভোকেট ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে ৬ষ্ঠ বার নির্বাচিত। আজীবন উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।