রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে ৩০ হাজার টাকা মূল্যের গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টায় রাজশাহীর কাটাখালীর বড় মল্লিকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। সে ওই এলাকার বড় মল্লিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আরএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিনগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। তারা জানতে পারেন কাটাখালীর বড় মল্লিকপুর গ্রামে একজন ব্যক্তি নিজ বাড়িতে গাঁজার চাষ করে আসছে। এর সত্যতা জানতে ডিবি পুলিশের টিম রাত ১টায় সেখানে গিয়ে রাজ্জাককে আটক করে। এসময় তার বাড়ি থেকে গাঁজার গাছটি জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।