ধোবাউড়ায় মৎস সপ্তাহে পোনা মাছ অবমুক্তকরণ
ফয়সাল আহম্মেদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে উপজেলা মৎস কার্যালয়ের উদ্যোগে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।উপজেলা মৎস কর্মকর্তা দৌলত উল্লাহ মোরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই্শতিয়াক হোসেন উজ্জল, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পুর্নিমা কবিরাজ প্রমুখ।