শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় বিকাশের দোকান থেকে প্রতারণার অভিযোগে নারী আটক

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ময়নার বাজারের মোস্তফা এন্টারপ্রাইজ ও ইলেকট্রনিকস নামীয় দোকান থেকে বিকাশে প্রতারণার অভিযোগে এক নারীকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রতারক ঐ নারীর নাম স্মৃতি বলে জানা গেছে। সে মুক্তাগাছা উপজেলার গাবতলী বাজারের পার্শ্বস্ত বানার পাড় এলাকার বাসিন্দা।

জানাযায়, বাজারে মোস্তফা এন্টারপ্রাইজ ও ইলেকট্রনিকস পাশাপাশি বিকাশের এজেন্টশীপও মোস্তফা কামালের। আজ শনিবার সন্ধ্যায় আনুমানিক ২০ বছর বয়সী এক নারী আসেন বিকাশে লেনদেন করতে। নারীটির কথা মতো বিকাশ এজেন্ট মোস্তফা একটি নাম্বারে ২০ হাজার, একটি নাম্বারে ৩০ হাজার এবং অন্য আরেক টি নাম্বারে ২৪ হাজার টাকা করে মোট ৭৪ হাজার টাকা প্রেরণ করেন।

টাকা পাঠানো শেষে প্রেরণকৃত টাকা পরিশোধ করতে বললে নারী দাবী করেন, "তিনটি নাম্বারই ভুল করা হয়েছে, ফলে টাকা অন্য লোকের কাছে চলে গেছে।" কোন ডিজিটটি ভুল হয়েছে বলতে বললে নারী কোনো সদুত্তর না দিয়ে কথা-কাটাকাটি শুরু করেন এবং মোবাইল ফোনে তার কথিত মা এবং ভাবীর সাথে যোগাযোগ করেন।

নারীর কাছে ৭৪ হাজার টাকা আছে কিনা জানতে চাওয়া হলে সে এক টাকাও দেখাতে পারেনি। কথিত মা ও ভাবী ফুলবাড়িয়া থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করে।

বিকাশে প্রেরিত টাকা উদ্ধার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে ঐ নারী প্রতারক কে থানায় নিয়ে আসে পুলিশের এসআই আঃ মান্নান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: