শিরোনাম

South east bank ad

জাতীয় মৎস্য সপ্তাহে গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ আগষ্ট ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে "বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি" এই শ্লোগানকে সামনে রেখে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি) মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস‍্য অফিসার মালিক তানভীর হোসেন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টারসহ অন‍্যান‍্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।আলোচকরা বলেন,স্বাদু পানির মাছের উৎপাদন বাড়ার ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে এবং মিঠা পানির মাছের উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে।

সপ্তাহব্যাপী উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগবিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্যচাষিদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষিদের মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অফিস সূত্রে জানা যায়, ২৮ আগস্ট ২০২১ হইতে ৩ সেপ্টেম্বর ২০২১ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: