গণধর্ষন মামলার ৫ আসামী গ্রেফতার
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় গণধর্ষন মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। আটককৃতরা হলো ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নের মাঠ সালথার চুন্নু শেখ এর পুত্র হোসাইন শেখ (২০), মৃত জয়নাল মোল্যার ছেলে হোসেন মোল্যা (২০), মৃত মান্নান মোল্যার ছেলে রেজাউল মোল্যা(৩৫), রশিদ মোল্যার ছেলে জাকির মোল্যা (২১) ও সেমেল ফকিরের ছেলে রবিউল ফকির (২১)।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাতে সালথা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের আটক করা হয়।
সালথা থানার ওসি আসিকুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগে, গত বৃহস্পতিবার সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় মামলা করেন এক নারী। যার নম্বর-১৩। পরবর্তীতে এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে।