কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা
স্টাফ রির্পোটার :
প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি জাতীয় কবি নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা কলেজ রাইটার্স ফোরামের ফুলেল শ্রদ্ধা নিবেদন।
শুক্রবার ( ২৭ আগস্ট) বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা কলেজ রাইটার্স ফোরামের সদস্যরা।
শ্রদ্ধা শেষে কবির মাজার জেয়ারত ও দোয়া করে রাইটার্স ফোরাম। এসময় উপস্থিত ছিলেন রাইটার্স ফোরামের সদস্য তসলিম,মমিন, লোকমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৭ আগস্ট কবি কাজী নজরুল ইসলাম পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরে দাফন করা হয়।