কাশিয়ানীতে সেলাই মেশিন বিতরণ
প্রসীদ কুমার দাস, (কাশিয়ানী) :
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মেশিন বিতরণ করা হয়।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, প্রমুখ।
এসময়ে ২০ জন দুঃস্থ নারীর মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।