আনোয়ারায় দুই আসামি আটক
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একজন নিয়মিত মামলার এবং আরেকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ১ নং বৈরাগ ও ৫নং বরুমচড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, উপজেলার বরুমচড়া ইউনিয়নের ইউনুছ মিয়ার ছেলে পারভেজ আলম ওরফে কালু (২৫) এবং বৈরাগ ইউনিয়নের হুন্ধীপপাড়ার সৈয়দ আহমদের ছেলে মো. জসিম (৪৫)।
আসামী আটকের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, সোমবার রাতে বরুমচড়া ও বৈরাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজন আসামীকে আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।