শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে বাস-সিএনজির সংর্ঘষে নিহত-১

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :

টাঙ্গাইলে ঘাটাইলে বাস-সিএনজির মুখোমুখী সংর্ঘষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির এক যাত্রী আহত হয়েছে৷রোববার (২২ আগস্ট) সকালে ঘাটাইলের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

বিষয়টি ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলে। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম (৩৫) নিহত এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত সোলাইমানকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিলো।

ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: