শিরোনাম

South east bank ad

জামালপুরে ইফা’র ডিডির বিরুদ্ধে অভিযোগ

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো: আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে দুনীর্তীর লিখিত অবিযোগ পাওয়া গেছে।

জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগে জানা যায়, মো: সরওয়ার হোসেন (পারুল) কে উপজেলা মনিটরিং কমিটির সম্মুখে উপস্থিত না করিয়ে আমার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঢাকা মহাপরিচালক অফিসে মিথ‍্যা প্রমাণিদ দিয়ে গোপনে চিরতরে বহিস্কার করে পত্র গোপন করেছে। তাকে আজও পযর্ন্ত পত্র দেওয়া হয়নি।

উপ-পরিচালক আব্দুল রাজ্জাক তার মনোনিত লোক আমিনুল ইসলামকে কোন নিয়ম নীতিমালা না মেনে স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে নিয়োগ দিয়েছেন বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন।

পারুল আরোও বলেন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশন কর্মরত থাকা অবস্থায় ডিডির ইঙ্গিতে ফিল্ড সুপার ভাইজার মাজাহারুল ও সাধারণ কেয়ার টেকার আমিনুলের মাধ্যমে একের পর এক দুনীর্তি করে আসছে। তাদের নিযার্তনে কেউ মুখ খুলবে না।

এই সব বিষয়ে জামালপুর উপ- পরিচালক মো: আব্দুর রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে যা অভিযোগ বিভিন্ন দপ্তরে দিয়েছে সম্পন্ন মিথ‍্যা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: