বাগেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব অডিটরিয়ামে প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাংবাদিক শওকত আলী বাবু, আজাদুল হক, এস এম সামছুর রহমান, মো. ইয়ামিন আলী মীর জায়েসী আশরাফী জেমস, অলীপ ঘটক, শেখ আবু সাইদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।