নদীতে গোসল করতে গিয়ে যুবক নিখোঁজ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া হলতা নদীতে গোসল করতে গিয়ে মোঃ জাহিদ হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বুধবার (১১ আগষ্ট) মোঃ জাহিদ হোসেন গোসল করতে দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। জাহিদ পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জাহিদ হোসেন আমুয়া বাজার সংলগ্ন হলতা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। জাহিদ মৃগি (বায়ুরোগ) রোগী ছিলেন বলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান। কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রয়েছেন।
ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন অফিসার মোঃ শহীদুল ইসলাম জানান, জাহিদকে উদ্ধারের জন্য বরিশালের ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করা হবে।